নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় পিএসজির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/18/photo-1518940833.jpg)
বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচে গত বুধবার রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে সেই হারের পর সপ্তাহ না পেরোতে না পেরোতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন নেইমার-কাভানি-ডি মারিয়ারা। ফ্রেঞ্চ লিগের ম্যাচে স্ট্রাসবার্গের বিপক্ষে ৫-২ ব্যবধানের বড় জয় পেয়েছে পিএসজি।
এ জয়ে লিগের প্রথম পর্বে ২-১ ব্যবধানে হারের প্রতিশোধও নিল পিএসজি। গত ডিসেম্বরে স্ট্রাসবার্গের মাঠে চলতি লিগে প্রথম হারের স্বাদ পেয়েছিল পিএসজি।
গতকাল ম্যাচে পিএসজির তিন শক্তি নেইমার-কাভানি-ডি মারিয়ার নৈপুণ্যে দারুণ জয় তুলে নিয়েছে পিএসজি।
ম্যাচের শুরুতেই স্ট্রাসবার্গের কাছে পিছিয়ে পড়ে নেইমারের দল। ম্যাচের ছয় মিনিটে গোল করে স্ট্রাসবার্গকে এগিয়ে দেন মিডফিল্ডার আহোলু। এর চার মিনিট পরেই জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। ম্যাচের ২১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার পিএসজিকে এগিয়ে দেন চলতি লিগে নিজের ১৯তম গোল পূরণের মাধ্যমে।
নেইমারের পর আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া বাঁ পায়ের নিচু শট দিয়ে জালের কাছ থেকেই গোল করেন। ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান কমিয়ে ফেলে স্ট্রাসবার্গ। ফরাসি স্ট্রাইকার স্টেফানে বাহোকেন লক্ষ্যভেদ করেন ডি কস্তার বাড়ানো বলে। ম্যাচের ৭৩ মিনিটে নিখুঁতভাবে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। এর ছয় মিনিট পরই নেইমারের পাসে আবার গোল করেন কাভানি। এই গোলের মাধ্যমে পিএসজির মাঠে সর্বোচ্চ ৮৬ গোলের রেকর্ডও গড়েন এই উরুগুইয়ান। এরপর পিএসজি আক্রমণে থাকলেও ব্যবধান বাড়ানোর সুযোগ হয়নি।
২৬ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ের মাধ্যমে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। মোনাকো ৫৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।