পিসিবির শুভেচ্ছাদূত শোয়েব আকতার

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। সঙ্গে তিনি পালন করবেন পিসিবির সভাপতির উপদেষ্টার দায়িত্বও। পিসিবির সভাপতি নাজম শেঠি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
শোয়েব আকতারও টুইট বার্তায় জানিয়েছেন, তাঁকে এই দায়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে এবং তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পাকিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদও জানান তাঁকে এই পদে নিযুক্ত করার জন্য।
শোয়েব আকতার তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ারে বিভিন্ন সময়ে নানা বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এমনকি তাঁর বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছে যে, তিনি টিমের সদস্যের সঙ্গে ভালো আচরণ করছেন না। তবে সব ছাপিয়ে শোয়েব তাঁর বোলিং জাদুতে সবাইকে মোহমুগ্ধ্ব করে রাখতেন।
পাকিস্তানের হয়ে ক্রিকেটে শোয়েব আকতারের অভিষেক ঘটে ১৯৯৭ সালে। পুরো ক্যারিয়ারে তিনি ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিকভাবে ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের সাবেক এই পেসার।