রিয়ালের কাছে পিএসজির হার মানতে পারছেন না জাভি
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে গত বুধবার রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এত বড় ব্যবধানে পিএসজির পরাজয় মানতে পারছেন না রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তিনি মনে করেন, ওই ম্যাচে রিয়াল যেভাবে খেলেছে, তাতে তাদের জয় পাওয়ার কথা না।
বেশ ভালো খেলেও রিয়ালের কাছে হেরে যাওয়ায় দুঃখ পাওয়ারই কথা পিএসজির। ওই ম্যাচে পিএসজির জয় পাওয়ার কথা ছিল বলেও মনে করেন স্প্যানিশ এই ফুটবলার। তিনি বলেন, ‘মাদ্রিদের একটা ব্যাপার আছে। তাদের বিপক্ষে খেলার সময় সুযোগ হারালে চলবে না। সুযোগ হারালে তার শাস্তি পেতে হবে। তবে বাজে ব্যাপার হলো, কিছু না করেও প্রতিপক্ষকে কষ্ট দিতে পেরেছে তারা।’
তিনি আরো বলেন, ‘এত বড় ব্যবধানে হারাটা পিএসজির প্রতি অন্যায় হয়েছে। এই ম্যাচ ১-১, ২-২ কিংবা ২-১ ব্যবধানে শেষ হওয়া উচিত ছিল।’ জাভির কথাগুলো সরাসরি রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেলেও এখানেই থামেননি তিনি। তিনি বলেন, ‘এটা ব্যাখ্যা করা কঠিন। রিয়াল ভালো খেলেনি, কিন্তু তারা জিতেছে। ওই ম্যাচে পরিষ্কারভাবেই প্রাধান্য বিস্তার করেছে পিএসজি।’
তিনি নেইমার ও রোনালদোর তুলনা করে বলেন, ‘রোনালদো ওই ম্যাচে কী করেছে? একটি গোল পেনাল্টির, অন্যটি হাঁটুর। নেইমার যে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে, সে ব্যাপারে কী বলবেন? সে যে কাউন্টার অ্যাটাকগুলো তৈরি করেছে, মাদ্রিদের মনে যে ভয় সৃষ্টি করেছে?’