টি-টোয়েন্টিতেও উজ্জ্বল ভারত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/19/photo-1519021899.jpg)
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে এক রকম নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। বিরাট কোহলির দল সে সিরিজে জিতেছে ৫-১ ব্যবধানে। প্রোটিয়াদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও উজ্জ্বল ভারত। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেও দারুণ জয় তুলে নিয়েছে সফরকারী দলটি। শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিং ও ভুবনেশ্বরের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে স্বাগতিকদের ২৮ রানে হারিয়ে দিয়েছে সফরকারী ভারত।
অবশ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি ভারত। রোহিত শর্মাকে হারিয়ে বেশ বিপাকেই পড়ে কোহলির দল। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে কোহলির সঙ্গে ৫৯ ও চতুর্থ উইকেট জুটিতে মনিশ পান্ডের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন ধাওয়ান। দারুণ ফর্মে থাকা কোহলি এই ম্যাচে ফেরেন মাত্র ২৬ রানে। ৩৯ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দুইশ ছাড়িয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০৩।
জবাবে ব্যাট করতে নেমে ভিলিয়ার্সবিহীন দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। মাত্র ৪৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দলটি। তবে চতুর্থ উইকেট জুটিতে রিজা হেনড্রিক্স ও ফারহান বেহারদিন ৮১ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। বেহারদিনের বিদায়ের পর বাকি কাজ সারেন ভুবনেশ্বর। এক ওভারে তিনজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ভারতের জয় নিশ্চিত করেন।
হেনড্রিক্সের ৫০ বলে ৭০ রানের ইনিংস ভারতের চিন্তার কারণ হলেও তাঁর বিদায়ের পর বেশিদূর আগায়নি দক্ষিণ আফ্রিকার ইনিংস। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৭৫ রানে। ডানহাতি বোলার ভুবনেশ্বর কুমার দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।