টি-টোয়েন্টিতেও নেই ডি ভিলিয়ার্স

ভারতের বিপক্ষে নিজেদের মাটিতেই কোনঠাসা হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেরও প্রথম ম্যাচ জিতে আধিপত্য বিস্তারের ইঙ্গিত দিয়েছে ভারত।এই পরিস্থিতিতে আরো হতাশাজনক খবর এসেছে প্রোটিয়া শিবিরে। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজেও ফিরতে পারছেন না এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার মানে আগামী দুটি টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে এই মারমুখী ব্যাটসম্যানটিকে ছাড়াই।
দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। সেঞ্চুরিয়নে পঞ্চম ওয়ানডের আগেই হাঁটুর ইনজুরিতে পড়েন ডি ভিলিয়ার্স। চোট গুরুতর না হওয়ার কারণে অবশ্য শেষ দুই ওয়ানডেতে খেলার অনুমতি পান।
টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ভিলিয়ার্সকে পূর্ণ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলের টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেছেন, ‘পঞ্চম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হাঁটুতে ব্যথা পান ডি ভিলিয়ার্স। শুক্রবার ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেও ম্যাচগুলো খেললে চোট আবার ফিরে আসার ঝুঁকি আছে।’
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আঙ্গুলে চোট পাওয়ার কারণে প্রথম তিন ওয়ানডেতে দলে ছিলেন না ডি ভিলিয়ার্স। তিনি ছাড়াও ভারতের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে নেই চোটে আক্রান্ত ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি কক।
ভারতের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ২১ ও ২৪ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ন ও কেপটাউনে অনুষ্ঠিত হবে।