সবচেয়ে কম বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ
লেগ স্পিনের ভেল্কিতে সংযুক্ত আরব আমিরাতের মাঠে জিম্বাবুয়েকে একাই নাচিয়েছেন রশিদ খান। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারটা পেয়ে গেলেন সিরিজ শেষ হওয়ার ঠিক পরের দিন। সবচেয়ে কম বয়সে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের চূড়ায় বসলেন ১৯ বছর বয়সী এই আফগান লেগস্পিনার। অবশ্য তাঁর সাথে যৌথভাবে তালিকার প্রথম স্থানে রয়েছেন ভারতীয় জসপ্রীত বুমরাও।
লেগস্পিনার রশিদের বর্তমান বয়স ১৯ বছর ১৫৩ দিন। এত কম বয়সে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে পারেননি কেউই। সমান ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে রশিদ খানের সঙ্গে ওয়ানডের সেরা বোলার ভারতের পেসার বুমরাহ।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে রশিদ মোট তুলে নিয়েছেন ১৬ উইকেট। গড়টাও ঈর্ষণীয়, মাত্র ৭.৯৩! তাঁর দারুণ বোলিংয়েই সফরকারীদের ৪-১ ব্যবধানে সিরিজে পরাজিত করে আফগানিস্তান।
অন্যদিকে প্রোটিয়াদের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ছয় ম্যাচে আট উইকেট পাওয়া বুমরা সবাইকে মোহিত করেছেন মিতব্যয়ী বোলিংয়ে। সব মিলিয়ে ৪২ ওভার হাত ঘুরিয়ে রান দেওয়ার হার ওভারপ্রতি মাত্র ৩.৯৭!
তালিকার পরের স্থানগুলো যথারীতি ট্রেন্ট বোল্ট, জস হ্যাজলউড ও হাসান আলীর। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পতনটা হয়েছে শীর্ষ থাকা ইমরান তাহিরের। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তাহির পেয়েছেন মোটে এক উইকেট। ব্যস, একলাফে নেমে গেছেন র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে।
ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডের শীর্ষস্থানটা রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দখলেই। দ্বিপক্ষীয় সিরিজে রেকর্ড রান সংগ্রহ করা কোহলি সাথে ছাড়িয়েছেন ৯০০ রেটিং পয়েন্টের ঘরও। ৯০৯ পয়েন্টে টেস্টের পর ওয়ানডেতেও ডানহাতি এই ব্যাটসম্যানের রেটিংয়ের ঘর ছাড়াল নয়শর গণ্ডি। এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এমন নজির গড়লেন ভারত দলপতি।
ওয়ানডের অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান ধরে রেখেছেন নিজের আধিপত্য। অবশ্য বাংলাদেশ টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক তিন ফরম্যাটেই রয়েছেন একদম শীর্ষে।