চেলসির বিপক্ষে চূড়ান্ত সাফল্য চান বার্সা কোচ
চেলসির বিপক্ষে মাঠে নামা বার্সেলোনার কোচ আর্নেস্তো ভেলভার্দের জন্য একটু বাড়তি চাপেরই বটে। যদিও ঘরোয়া লিগে চেলসির বর্তমান ফর্ম কিছুটা পড়তির দিকে, তবুও ইংলিশ লিগ শিরোপাজয়ীদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামাটা সহজ নয়। ম্যাচের আগেই সেটা স্বীকার করে নিয়েছিলেন বার্সা কোচ।
স্টামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি-বার্সেলোনা। উইলিয়ানের গোলে প্রথমার্থে এগিয়ে থাকে চেলসি। কিন্তু দ্বিতীয়ার্থের ৭৫ মিনিটে ইনিয়েস্তার পাসে চেলসিকে গোল পরিশোধ করেন বার্সা ফরোয়ার্ড মেসি।
তবে ১-১ গোলে ড্র করার পর সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ। ম্যাচের পর তিনি বলেছেন ম্যাচটা তাঁরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। তবে ১-১ গোলে ড্র হওয়াটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বার্সা কোচ। তিনি বলেন, ‘দুটি ভিন্ন পরিবেশের দলের খেলার ফলাফলকে আমি ভালোভাবেই নিচ্ছি। তাদের মাঠের ম্যাচে আমরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছি। তাদের পাল্টা আক্রমণ আমাদের অবাক করেছে। ম্যাচের শেষের দিকে আমাদের আক্রমণে কিছুটা ঘাটতি ছিল। কর্তৃত্বের অভাবে আমরা সুযোগ হারিয়েছি।’
তবে নিজেদের মাঠে খেলা না হওয়ায় ম্যাচের ফল নিয়ে সন্তুষ্ট ভেলভার্দে। তিনি বলেছেন, ‘ম্যাচ ড্র করাটাও বেশ ভালো ফলাফল, তবে চূড়ান্ত ভালো নয়। ম্যাচের আগে আমারা ফলাফলের ব্যাপারে অনিশ্চিত ছিলাম। তবে অ্যাওয়ে ম্যাচে গোল পাওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ।’
অ্যাওয়ে মাঠে ড্র হলেও ভেলভার্দে চেলসিকে সতর্ক করে দিয়েছেন এই ফলাফল দ্বিতীয় লেগের ম্যাচে চেলসিকে কোনো সহায়তা করবে না। দ্বিতীয় লেগে চেলসিকে হারানোর লক্ষ্য নিয়েই নিজেদের মাঠে নামবে মেসি বাহিনী।
নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে জয় পেলে তো কথাই নেই, গোলশূন্য ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবে বার্সেলোনা।