ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত মধুশঙ্কা
গত রোববার বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। সে ম্যাচ বলতে গিয়ে হঠাৎই চোটে আক্রান্ত হন দলটির ডান হাঁতি পেসার সিহান মধুশঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তরুণ পেসারকে। হতাশার কথা এই চোটের কারণে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।
মধুশঙ্কা মূলত শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্যই নির্বাচিত ছিলেন। কিন্তু বাংলাদেশ সফরে ইনজুরিতে পড়ে আগামী মার্চে নিজেদের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন। আগামী ৬ মার্চে থকে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজের দেশের হয়ে মাঠে নামতে পারবেন কি না, এখনো অনিশ্চিত।
শ্রীলঙ্কার হয়ে মধুশঙ্কা মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। তবে মাঠে তার পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচেই হ্যাট্রিক তুলে নেন। বাংলাদেশের বিপক্ষে শেষ টি- টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়ার আগে ২৩ রান খরচ করে তুলে নেন দুই উইকেট।
এর আগে শ্রীলঙ্কার ঘরোয়া লিগে দারুণ পারফম্যান্স দেখান। তাঁর প্রতিভা দেখেই জাতীয় দলে সুযোগ দেন নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নিদাহাস ট্রফিতে মধুশঙ্কা খেলতে না পারলে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে আরেক ডান হাঁতি বোলার দুশমান্থা চামিরার।