ভাষাশহীদদের স্মরণে সাকিব-মাশরাফিরা
আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষাভাষীদেরই রক্ত দিয়ে প্রতিষ্ঠা করতে হয়েছে মাতৃভাষার অধিকার। এ জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত ঝরিয়েছেন সালাম-রফিক-বরকতরা।
প্রতিবছর এই দিনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আমরা স্মরণ করি সেই ভাষাশহীদদের। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও তাঁদের নিজ নিজ ফ্যান পেজে জানিয়েছেন ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর ফেসবুক পেজে ছবিসহ লিখেছেন, ‘বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষাসৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে জোগায় সব বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষাশহীদদের।’
বাংলাদেশ ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছবিসহ পোস্টে লিখেছেন, ‘সব ভাষাসৈনিককে জানাই বিনম্র শ্রদ্ধা।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিল বাঙালির প্রাণ বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
তিন ফরম্যাটের সফল ওপেনার তামিম ইকবাল খান পোস্টে লিখেছেন, ‘জীবন দিয়ে যাঁরা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন, সেসব মহান ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ’
বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজের পেজে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!’
বাংলাদেশ দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষাসৈনিকদের প্রতি।’
ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ প্রভাতফেরির গানের প্রথম লাইন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ লিখে স্মরণ করেছেন ভাষাশহীদদের।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের সফল ওপেনার সৌম্য সরকার আবেগাপ্লুত পোস্টে লিখেছেন, ‘এটা আমাদের জন্য ব্যথার যে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি; কিন্তু এটাই আমাদের জন্য গর্বের এবং আনন্দের যে আমরা আমাদের নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। আমরা অভিবাদন জানাই সেই সব শহীদের প্রতি, যাঁরা বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।’
বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজের ফ্যান পেজে লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের ভাষার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।’