বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমায় খুশি রামোস
লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে লেগানেসকে ৩-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা অবশ্য এখনো আছে ধরাছোঁয়ার বাইরে। লিগের শীর্ষ দল বার্সেলোনার চেয়ে এখনো ১৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। তবে দলনেতা সার্জিও রামোস মনে করেন, রিয়াল মাদ্রিদ ফর্মে ফিরে এসেছে এবং খুব তাড়াতাড়িই বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরো কমাতে সক্ষম হবে।
গতকাল ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার বলেন, ‘এমন জয় সব সময় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা খারাপ সময় পার করে এসেছি এবং আমাদের অর্জনের খাতা একটু একটু করে সমৃদ্ধ হচ্ছে।’
নিজেদের ফর্ম ফিরে পেয়ে এই ডিফেন্ডার মনে করেন, তাঁদের সামনে সুযোগ আছে। তাঁরা লড়াই চালিয়ে যেতে চান এবং যতটা সম্ভব ব্যবধান কমাতে চান। গতকাল ম্যাচের একেবারে শেষ সময়ে স্পট কিক থেকে একটি গোল করেন রামোস।
শুধু গোলই নয়, গতকাল ম্যাচে রামোস হলুদ কার্ডের দেখাও পেয়েছেন। যার ফলে পরের ম্যাচে তাঁকে ছাড়াই আলাভেসের বিপক্ষে মাঠে নামতে হতে পারে রিয়াল মাদ্রিদকে। তবে মাঠে যাই হোক, ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই দারুণ খুশি এই স্প্যানিশ তারকা।