ক্লাসেন-ডুমিনির ব্যাটে সিরিজে ফিরল প্রোটিয়ারা

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে হেনরিখ ক্লাসেন ও অধিনায়ক জেপি ডুমিনির ব্যাটে ভর করে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা। প্রোটিয়াদের ছয় উইকেটের জয়ে সিরিজে এসেছে ১-১ ব্যবধানে সমতা।
সেঞ্চুরিয়নে টসে হেরে আগে ব্যাট করতে নামে সফরকারী ভারত। তবে আগের ম্যাচের মতো এদিন সূচনাটা ভালো হয়নি তাদের। মাত্র ৪৫ রানের ফিরে যান বিরাট কোহলিসহ বাকি দুই উদ্বোধনী ব্যাটসম্যানও। কোহলি ফিরেছেন মাত্র ১ রান করে।
দুই বছর পর দলে ফেরা সুরেশ রায়না ও মনিশ পান্ডে সামলান এই বিপর্যয়। ৩১ রান করে রায়না ফিরে গেলেও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ইনিংসের বাকিটা দাপটের সঙ্গে শেষ করেন পান্ডে।
পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে সংগ্রহ করেন অপরাজিত ৯৮ রান। ৪৮ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন পান্ডে। আর ধোনির ব্যাট থেকে আসে ২৮ বলে ৫২ রানের হার-না-মানা চমৎকার একটি ইনিংস।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও খুব একটা সুবিধার হয়নি। দ্রুত দুই উইকেট হারানো স্বাগতিকদের এরপর টেনে তোলেন অধিনায়ক ডুমিনি ও ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ক্লাসেন। ৯১ রানের জুটিতে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন এই যুগল।
প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতকের দেখা পাওয়া ক্লাসেন ফিরে যান ৩০ বলে ৬৯ রান করে। এরপর ডেভিড মিলারও বেশিক্ষণ থাকতে পারেননি। তবে দলনায়ক ডুমিনি দলকে জয়ে এনে দেন বেহারদিনের সঙ্গে অপরাজিত ৪৮ রানের জুটি গড়ে। ডুমিনির এক প্রান্ত আগলে অপরাজিত রয়ে যান ৪০ বলে ৬৪ রান করে। ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় জয়ের বন্দরে।
অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। সিরিজ সমতা থাকায় তৃতীয় এবং শেষ ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল।