দীর্ঘ বিরতির পর নিউজিল্যান্ড দলে সোধি

প্রায় নয় মাস ওয়ানডে দলের বাইরে ছিলেন লেগস্পিনার ইশ সোধি। প্রথম সারির স্পিনারদের ফিটনেস সমস্যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরেছেন তিনি। প্রথম দুই ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী এই স্পিনার।
সোধি নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার। কিছুদিন আগে এই ফরম্যাটে র্যাংকিংয়েও শীর্ষে ছিলেন। অবশ্য এ বছর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি নয়টি উইকেট পেয়েছিলেন।
নিউজিল্যান্ড দলের নির্বাচক গ্যাভিন লারসেন সোধির দলে অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেন, ‘মিচেল স্যান্টনার ও টোড অ্যাস্টল চোটে আক্রান্ত হয়েছেন। সোধি আমাদের সঙ্গে থাকলে স্পিন আক্রমণ আরো শক্তিশালী হবে।’
গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডকে ৫-০-তে হোয়াইটওয়াশ করতে যাঁরা মূল্যবান অবদান রেখেছেন, এই সিরিজে তাঁদের সবার ওপর আস্থা রেখেছে নিউজিল্যান্ড। কেবল ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার ও ফাস্ট বোলার সেথ র্যান্স একাদশে জায়গা হারিয়েছেন।
নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে আগামী রোববার হ্যামিল্টন মাঠে নামবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথান, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।