সেই এনামুলের ব্যাট আবার জ্বলে উঠেছে
ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয়ের ব্যাট সব সময়ই ক্ষুরধার। রানের বন্যা বইয়ে দিয়েই বছর তিনেক পর ফিরেছিলেন জাতীয় দলে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের দলে ফিরেও জায়গা ধরে রাখতে পারেননি। বাজে পারফরম্যান্সের দরুন ছিটকে পড়েন। আবার যখন নামলেন ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে, দেখা পেলেন শতকের।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরে প্রত্যাশা পূরণ করতে পারেননি এনামুল। সুযোগ পাওয়া চার ম্যাচে ৫৫ রান করে জায়গা হারিয়েছিলেন ফাইনালের একাদশে। সুযোগ হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট কিংবা টি-টোয়েন্টির দলে।
আজ বৃহস্পতিবার সাভারে আবাহনীর হয়ে এনামুল দেখা পেয়েছেন দারুণ এক শতকের। সঙ্গে দলকেও এনে দিয়েছেন বড় সংগ্রহ।
বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে দলের ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন এনামুল। ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে তখন আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গী বানিয়ে দলের দায়িত্বটা চেপেছিল এনামুলের কাঁধেই। ১১৯ রানের জুটি গড়ে সে দায়িত্ব এই উদ্বোধনী ব্যাটসম্যান পালন করেছেন অক্ষরে অক্ষরেই।
১১২তম লিস্ট ‘এ’ ম্যাচে এসে এনামুল দেখা পেয়েছেন অষ্টম শতকের। ১২২ বল খরচ রান করে নিয়েছেন ১১৬ রান। ইনিংসে চার আর ছয় হাঁকিয়েছেন যথাক্রমে ছয়টি আর চারটি। আবাহনী নিজেদের ইনিংসে সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ২৭০ রান।
জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। ম্যাচ জিততে ২১ ওভারে তাদের প্রয়োজন ১৪৮ রান।