পিএসএলে শুরুতেই হার তামিমদের
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের হতাশা কাটতে না কাটতেই আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তামিম ইকবাল। সেখানে তিনি খেলছেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে (পিএসএল)। কিন্তু জায়গা বদল করলেও হতাশা কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশ দলের এই সফল ওপেনার। পিএসএলের উদ্বোধনী ম্যাচেই তাঁর দল পেশোয়ার জালমি হেরে গেছে মুলতান সুলতানদের বিপক্ষে।
পেশোয়ার জালমির জার্সি গায়ে পিএসএলের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি তামিম। করেছেন মাত্র ১১ রান। তাঁর দলও হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে পেশোয়ারের হয়ে ওপেনিংয়ে নামা তামিম ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। দুটি বাউন্ডারির সাহায্যে করেছিলেন ১১ রান। কিন্তু উইকেটে খুব বেশি জাঁকিয়ে বসতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ১১ রান করে হয়েছেন মোহাম্মদ ইরফানের শিকার।
তামিমের মতো ভালো ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেননি পেশোয়ারের অন্য ব্যাটসম্যানরা। ৫২ বলে ৫৯ রান করে প্রায় একাই লড়েছেন মোহাম্মদ হাফিজ। এ ছাড়া শেষের দিকে ড্যারেন স্যামি ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রান তুলতে সমর্থ হয় তামিমের দল।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা ও শোয়েব মালিকের ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় মুলতানস। সাঙ্গাকারা ৫১ বলে ৫৭ রান করেন। অন্যদিকে শোয়েব ৩০ বলে ৪২ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন।