ডিপিএল মাতাতে ঢাকায় ইউসুফ পাঠান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/23/photo-1519364413.jpg)
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে বেশ কিছু দলের হয়ে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাট আর বলে দারুণ নৈপুণ্যও দেখিয়ে চলেছেন তাঁরা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন সাকিব আল হাসানের দীর্ঘদিনের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ ইউসুফ পাঠান। ডিপিএলে অংশ নিতে ঢাকায় পা রেখেছেন এই অলরাউন্ডার।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে ডিপিএলে খেলবেন ইউসুফ। ভারতীয় এই অলরাউন্ডার গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এর আগে ঘরোয়া এই আসরে আবাহনীর হয়ে মাঠে নেমেছিলেন ইউসুফ।
কদিন আগেই ডোপ টেস্টে পজিটিভ প্রমাণ হয়ে শিরোনাম হয়েছিলেন ইউসুফ। পরীক্ষায় ইউসুফের মূত্রে মিলেছিল নিষিদ্ধ একটি ওষুধের নমুনা। অবশ্য চিকিৎসকের ভুলে অমনটা হয়েছিল বলেই স্বপক্ষ সমর্থন করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। সেটার প্রমাণও দিয়েছিলেন তিনি।
ভারতীয় দলে একসময়কার নিয়মিত মুখ হলেও ছয় বছর ধরে দলে নেই ৩৫ বছর বয়স্ক ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ইউসুফের রান ৪,২৫৮। বল হাতেও ১১৪ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।