বিবিসি ত্রয়ীর সাফল্যে রিয়ালের দারুণ জয়
মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গোলখরায় ভুগছিলেন। তাই দলের পারফরম্যান্সও খুব একটা ভালো ছিল না। অবশেষে পর্তুগিজ ফরোয়ার্ড নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচে জোড়া গোল করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই তারকা। গোলখরায় সমালোচিত করিম বেনজেমাও পেয়েছেন সাফল্য। গ্যারেথ বেলও নিজের ঝুলিতে যোগ করেছেন একটি গোল। এই ত্রয়ীর সাফল্যে আলাভেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই বিবিসি ত্রয়ী ৬৮০ দিন পর এক ম্যাচে সবাই গোল পেলেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে আলাভেসের বিপক্ষে শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৬ মিনিটে গোলের সুযোগ পেলেও এক ডিফেন্ডারকে কাটাতে গিয়ে সরাসরি গোলরক্ষক বরাবর শট নেন রোনালদো। ম্যাচের ২৫ মিনিটে গ্যারেথ বেল গোলের সুযোগ পেলেও ব্যর্থ হন। ম্যাচের ৪৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। ডান দিক থেকে বাড়ানো বেনজেমার শট আলাভেসের ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি জালে পাঠান রোনালদো।
বিরতির পর থেকেই দারুণ আক্রমণে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৬ মিনিটে বেনজেমা ডি-বক্সের ভেতরে থাকা বেলকে বল পাস করেন। ফলে সহজ গোল আদায় করে নেন বেল। ম্যাচের ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। প্রায় ১২ গজ দূর থেকে ডান পায়ের জোরালো নিচু শটে গোলে লিগে ব্যক্তিগত ১৪তম গোলের দেখা পান এই তারকা।
ম্যাচের ৮৯ মিনিটে আলাভেসের বিপক্ষে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন বেনজেমা। ডি-বক্সের ভেতরে বেলকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। হ্যাটট্রিকের সুযোগ থাকা সত্ত্বেও রোনালদো সুযোগটি ছেড়ে দেন বেনজেমাকে। এ জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিল তালিকায় তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।