মুস্তাফিজের ব্যর্থতার দিনে হেসেছে তামিমের ব্যাট
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বেশ ভালো সূচনা করেছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই বাঁহাতি পেসার নিজেদের প্রথম ম্যাচেই দুই উইকেট নিয়েছিলেন। যদিও সে ম্যাচে তাঁর দল হেরে যায়। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেও সাফল্য পায়নি লাহোর। প্রথম ম্যাচের মতো জ্বলে উঠতে পারেননি এই বাংলাদেশি পেসার।
কোয়েটা এবার দলে ভিড়িয়েছে বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে। তবে পরপর দুই ম্যাচে একাদশের বাইরে থাকায় মাহমুদউল্লাহ-মুস্তাফিজের মুখোমুখি লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশি দর্শকরা।
দুবাইয়ে গতকাল শনিবার রাতে কোয়েটার কাছে ৯ উইকেটে হারে লাহোর। টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রান করে লাহোর। রান তাড়া করতে নেমে মাত্র ১৪ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কোয়েটা। এই ম্যাচে মুস্তাফিজ মাত্র ২ ওভার বল করতে পেরেছেন। কোনো উইকেটের দেখা না পেলেও রান দিয়েছেন মাত্র ১০। লাহোরের ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে ৪ বল খেলে ১ রানে অপরাজিত ছিলেন এই বাংলাদেশি তারকা।
পিএসএলে মুস্তাফিজের ব্যর্থতার দিনে সাফল্য পেয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তাঁর ব্যাট হেসেছে। তাই দারুণ জয় তুলে নিয়েছে পেশোয়ার। ইসলামাবাদ ইউনাইটেডকে ৩৪ রানের বড় ব্যবধানে হারায় পেশোয়ার।
টসে জিতে পেশোয়ারকে ব্যাট করতে পাঠায় ইসলামাবাদ। কামরান আকমলকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নামা তামিম শুরুতেই মারকুটে ছিলেন। ২৯ বলে দুটি করে চার ও ছয়ে ইনিংসের দ্বিতীয় সেরা ৩৯ রান করেন এই ২৮ বছর বয়সী তারকা। কামরান আকমল, তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ ও মোহাম্মদ হাফিজের ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ১৭৬ রানের লড়াকু ইনিংস খেলে পেশোয়ার।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পেশোয়ারের বোলারদের তোপের মুখে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে গুটিয়ে যেতে বাধ্য হয়। ফলে ৩৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তামিমের দল।