সালাহ নৈপুণ্যে লিভারপুলের সহজ জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই লিভারপুলের। ঘরের মাঠে টানা ১৬ ম্যাচে অপরাজিত মোহাম্মদ সালাহর দল। গতকাল শনিবার মিসরিয়ান ফরোয়ার্ড সালাহর নৈপুণ্যে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।
ঘরের মাঠে বরাবরই ফেভারিট লিভারপুল ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল। ম্যাচের প্রথমার্ধে দুদলই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। তবে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সালাহর নেওয়া কর্নারে জার্মান মিডফিল্ডার এমরে কেনের হেডে ম্যাচে প্রথম গোলের দেখা পায় লিভারপুল।
বিরতির পর লিভারপুলের আক্রমণের ধার বাড়ে। ম্যাচের ৫১ মিনিটে অ্যালেক্সের বাড়ানো বল ডান পায়ের নিখুঁত শটে দূরের গোলপোস্টের জালে জড়ান ফরোয়ার্ড সালাহ।
ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিরমিনোর গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান কমায় ইংল্যান্ড উইঙ্গার মিখাইল অ্যান্টোনিও। ম্যাচের ৭৩ মিনিটে চেম্বারলেইনের নিখুঁত ফ্লিক থেকে বল পাওয়ার পরও বল জালে জড়াতে ব্যর্থ হন সাদিও মানে। তবে এর তিন মিনিট পরেই ফিরমিনোর বাড়ানো বলে প্লেসিং শট করে লক্ষভেদ করেন সেনেগালের এই ফরোয়ার্ড।
২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। তারা জিতেছে ১৬ ম্যাচে এবং নয় ম্যাচে ড্রয় করেছে। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।