শুভ জন্মদিন সৌম্য সরকার
সৌম্য সরকার ধূমকেতুর মতোই এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে। ২০১৫ সালে কেটেছিল তাঁর সোনালি সময়। এ সময় বাংলাদেশের হয়ে ২২ গজে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। কুঁড়িয়েছেন প্রশংসাও।
অবশ্য ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সৌম্যর। প্রথম ম্যাচে মাত্র ২০ রানে আউট হলেও দ্রুত তিনি সবার নজর কাড়েন। ২০১৫ সাল সৌম্যর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এ সময় দলের হয়ে দারুণ কিছু সাফল্য পান তিনি। ওয়ানডেতে নিজের ঝুলিতে যোগ করেছেন একটি শতক। চারটি অর্ধশতকেরও দেখা পেয়েছেন। বাকি ম্যাচগুলোতেও তাঁর রান ছিল উল্লেখ করার মতো। বাংলাদেশের হয়ে ৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।
ওয়ানডে ফরম্যাটে ২০১৪ সালে অভিষেক হলেও টেস্ট ফরম্যাটে ২০১৫ সালের ২৮ এপ্রিল খুলনায় পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় এই তরুণ ব্যাটসম্যানের। টেস্ট ফরম্যাটে এই ক্রিকেটার শুরুটা তেমন ভালো করতে না পারলেও মাত্র ১০ ম্যাচ খেলে নিজের ঝুলিতে রেখেছেন চারটি অর্ধশতক।
টি-টোয়েন্টি ফরম্যাটে সৌম্যর অভিষেক হয় ২০১৫ সালের ২৪ এপ্রিল, প্রতিপক্ষ পাকিস্তান। অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি জাতীয় দলের এই তারকা। প্রথম ম্যাচেই খালি হাতে ফেরেন রানআউটের শিকার হয়ে।
মাঝখানে সৌম্য বাজে সময়ের মুখোমুখি হন। রানখরার কারণে শিকার হন সমালোচনার। বারবার ব্যর্থ হওয়ায় দেশের মাটিতে গত ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েছিলেন এই তারকা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই আবার দলে ফিরেছেন তিনি। নিজের পছন্দের ফরম্যাটে ফিরে ফর্মে ফেরারও ইঙ্গিত দিয়েছেন এই তারকা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম অর্ধশতকের দেখা পান এই ওপেনার। বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সম্ভাবনাময় এই তারকা।
আজ ২৫ ফেব্রুয়ারি সৌম্য সরকারের জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনের এই শুভ লগ্নে এই বাঁহাতির জন্য থাকলো শুভকামনা। ব্যাট হাতে ফের রুদ্র হোক সৌম্যর হাতের ব্যাট, আর সেই ব্যাটে ভর করে এগিয়ে যাক বাংলাদেশ।