ইংল্যান্ডে প্রথম শিরোপা জিতলেন গার্দিওলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/26/photo-1519626108.jpg)
বার্সেলোনার হয়ে সাফল্য পাওয়াটা যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জিতেছিলেন ১৪টি শিরোপা। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও ছিলেন দারুণ সফল। জিতেছিলেন সাতটি শিরোপা। কিন্তু ২০১৬-১৭ মৌসুমের শুরুতে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর কিছুতেই পাচ্ছিলেন না শিরোপার দেখা। অবশেষে সেই খরা কাটিয়েছেন গার্দিওলা। ইংলিশ লিগ কাপে ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডে এটাই গার্দিওলার প্রথম শিরোপা।
আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্থের দুই গোল করেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা।
লিগ কাপ প্রতিযোগিতায় এটি সিটির পঞ্চম শিরোপা। যার তিনটি শিরোপাই জিতেছে তারা গত পাঁচ বছরে। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি একবার এই কাপের ফাইনালও খেলার সুযোগ পেয়েছিল ক্লাবটি। তবে আর্সেনালের জন্য দুর্ভাগ্যই বলা যায়। দুবার এই প্রতিযোগিতার শিরোপা জিতলেও ছয়বার তারা ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি।
ম্যাচের ছয় মিনিটেই আর্সেনাল সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ১৮ মিনিটে আগুয়েরো সুযোগ পেয়ে সেটা হেলায় হারাননি। প্রথম গোলে সিটিকে এগিয়ে নিয়ে যান তিনি। চলতি মৌসুমে এই স্ট্রাইকারের গোলসংখ্যা ৩০।
ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনসেন্ট কোম্পানি। ম্যাচের ৬৫ মিনিটে ব্যবধান আরো বাড়ান সিলভা। ফলে ৩-০ গোলে লিগের শিরোপা ঘরে তোলে গার্দিওলার অধীনের দলটি।
১৯৯২-৯৩ মৌসুমে সর্বশেষ লিগে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ অপূর্ণই থেকে যায় ছয়বারের রানার্সআপ এই ক্লাবটির।