চেলসিকে হারিয়ে ম্যানইউর প্রতিশোধ
গত নভেম্বরে স্টামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড় দেয়নি চেলসি। নিজেদের মাঠে ম্যানইউকে ১-০ গোলে পরাস্ত করে গতবারের লিগ চ্যাম্পিয়ন চেলসি।
নিজেদের মাঠে চেলসিকে পেয়ে এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে জোসে মরিনিয়োর দল। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে লিভারপুলের চেয়ে সামান্য ব্যবধানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
ওল্ড ট্র্যাফোর্ডে উইলিয়ানের গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ম্যানইউ। তবে দলকে সমতায় ফেরান বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। দ্বিতীয়ার্ধে লিনগার্ডের জয়সূচক গোলেও অবদান রাখেন তিনি।
শুরুতেই চেলসি এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার শট ক্রসবারে গিয়ে বাধা পায়। তবে ম্যাচের ৩২ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ৩৯ মিনিটে দলকে গোল পরিশোধ করেন লুকাকু। চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের পাসে দারুণ গোল করেন তিনি।
ম্যাচের ৭৫ মিনিটে বাঁ দিক থেকে লুকাকুর ক্রসে হেডে দলকে এগিয়ে নিয়ে যান ইংলিশ মিডফিল্ডার লিনগার্ড।
এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তারা ১৮ ম্যাচ জিতেছে এবং পাঁচ ম্যাচে ড্র করেছে। তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।