মোহামেডানের সামনে ২৬০ লক্ষ্য দিল আবাহনী
একসময় মোহামেডান-আবাহনীর দ্বৈরথ মানেই ছিল অন্য রকম উত্তেজনা। কালের পরিক্রমায় দুই দলই হারিয়েছে জৌলুস, হারিয়েছে সেই উত্তেজনাও। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে থামেনি দুদলের দ্বৈরথ।
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায়। ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে আবাহনী।
দলীয় ১৪ রানে ওপেনার সাইফ হাসান সাজঘরে ফেরেন। অপর প্রান্ত আগলে রাখা ওপেনার এনামুল হক বিজয় ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে নিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে নেন। দলীয় ৮৪ রানের মাথায় বিপুল শর্মার বলে শান্ত ফিরে যান। আরো ১৯ রান যোগ করে ব্যক্তিগত ৬৩ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এনামুল। ইনিংসের দ্বিতীয় সেরা সংগ্রহ তাঁর। মোহাম্মদ মিঠুন ও আবাহনী অধিনায়ক নাসির হোসেন রানের গতি সচল রাখেন। মিঠুন ৪৭ রানে আউট হলেও ইনিংস-সেরা ৬৭ রান করেন নাসির। শেষদিকে ৩০ বলে ২৬ রান যোগ করে ইনিংসকে সম্মানজনক জায়গায় নিয়ে যান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মোহামেডানের পক্ষে মোহাম্মদ আজিম ২৬ রানে ৩ উইকেট তুলে নেন। ২৬০ রান তাড়া করতে নেমে শুরুতেই মোহামেডান শিবিরে আঘাত হানেন মাশরাফি। দলীয় ৩ রানে ওপেনার জনি তালুকদারকে ফেরান তিনি।