বইমেলায় মাশরাফি-সাকিব
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বই। বইটির নাম ‘কৌশিক থেকে মাশরাফি’। ‘কালান্তর’ প্রকাশনী থেকে মাশরাফির শৈশবের ঘটনা নিয়ে লেখা কমিকস বই। বইটি বেশ আলোচিত হয়েছে। লিখেছেন নাসরীন মুস্তাফা। ছবি এঁকেছেন পলাশ সরকার। মূল্য ২০০ টাকা।
বইটি পড়ে জানা যায়, মাশরাফির জন্মের পর তিনি বড় হয়ে কী হবেন, এটা নিয়ে সবাই আলোচনা করেন। মাশরাফির ডাকনাম কৌশিক রাখেন তাঁর বাবা মুর্তজা। নাম রাখার সময় উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘কৌশিক, আমার কৌশিকের পুরো নাম হবে মাশরাফি বিন মুর্তজা।’
মাশরাফির নানি ভরা মজলিশেই বলেন, ‘নানার মতো মুক্তিযোদ্ধা হবে মাশরাফি।’ তিনি আরো যোগ করে বলেন, ‘মাশরাফি ওর বাবার মতো খেলোয়াড়ই হবে।’
মাশরাফির বাবার চাওয়া ছিল, ছেলে বড় হয়ে গায়ক হবে। কিন্তু শেষ পর্যন্ত নানির চাওয়াই পূর্ণ হলো। বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা হয়ে উঠলেন তিনি।
বইটিতে মাশরাফির শৈশবে ক্রিকেট খেলা নিয়ে দুরন্তপনার অনেক কিছু উঠে এসেছে। শিশু-কিশোররা খুব ভালোভাবে গ্রহণ করছে বইটি।
অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে প্রকাশিত হয়েছে একটি অনুলিখিত বই ‘হালুম—সাকিব আল হাসান’। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। শৈশবের সাকিব আল হাসানকে নিয়ে লেখা বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আসিফুর রহমান। এরই মধ্যে পাঠকনন্দিত হয়েছে বইটি।
বইটি পড়ে জানা যায়, সাকিব আল হাসানের ডাকনাম ময়না। তিনি ফুটবলপাগল পরিবারে জন্মগ্রহণ করেন।
বইটির ভূমিকায় সাকিব আল হাসান বলেন, ‘রয়েল বেঙ্গল টাইগার যেভাবে আমাদের দেশকে সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করে, আমরা সবাই যেন সেই বাঘের মতো বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারি। আমি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হতে পেরেছি, তোমরাও চাইলে বিশ্ব জয় করতে পারবে।’