মাদ্রিদের বিপক্ষে নেইমারকে পেতে আশাবাদী এমেরি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ উনাই এমেরির মতে, নেইমারের চোট খুব মারাত্মক কিছু নয়। তাই পিএসজির ঘরে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ে ব্রাজিলীয় তারকাকে পাচ্ছেন বলেই আশাবাদী তিনি।
অবশ্য নেইমারের চোট নিয়ে হতাশাও প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ। রোববার ঘরের মাঠে অলিম্পিক মার্শেইকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। কাভানিকে দারুণ এক বলের জোগান দিয়ে ম্যাচের তৃতীয় গোলটায় অবদান রেখেছিলেন নেইমার। একটু পরেই অবশ্য প্রতিপক্ষ খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নিতে গিয়ে গোড়ালির চোটে মাটিতে বসে পড়েন পিএসজি ফরোয়ার্ড। পরে স্ট্রেচারে করেই ছেড়েছেন মাঠ। নেইমারও মাঠের বাইরে, সঙ্গে বদলি খেলোয়াড়ের কোটা শেষ হয়ে গিয়েছিল স্বাগতিকদের। ফলে ম্যাচের শেষ ১৫ মিনিট পিএসজিকে খেলতে হয়েছে ১০ জন নিয়েই।
সে ম্যাচ শেষেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এমেরি। ব্রাজিলীয় ফরোয়ার্ডের চোটের অবস্থা জানতে পিএসজিকে অপেক্ষা করতে হচ্ছে মেডিকেল পরীক্ষা পর্যন্ত। এমেরি বলেছেন, ‘এটা যে আমাদের জন্য বিশেষ একটা ম্যাচ ছিল, সেটা আমরা করে দেখিয়েছি এবং ফলাফলটাও আমাদের পক্ষে এসেছে। নেইমারের চোটটাই ম্যাচে আমাদের একমাত্র নেতিবাচক দিক। আশা করছি, মারাত্মক কোনো চোট হবে না সেটা। তবে আমাদের মেডিকেল পরীক্ষার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ঘরে ফিরতে হয়েছে পিএসজিকে। ফিরতি লড়াইয়ে পার্ক দেস প্রিন্সের মাঠে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে অবশ্য আশাবাদই ব্যক্ত করেছেন পিএসজি কোচ। এমেরির মতে, ‘আমাদের ধৈর্য ধরতে হবে অবশ্যই। তবে আজকেই যদি আমাকে বলতে বলা হয়। তবে আমি বলব, হ্যাঁ সে খেলবে।’
৩-১ ব্যবধানের পরাজয়ের দরুন দ্বিতীয় লেগের ম্যাচে ফরাসি ক্লাবটিকে জিততে হবে ন্যূনতম ২-০ গোলের ব্যবধানে। আর সে কারণেই নেইমারকে বড় দরকার পিএসজির। আগামী ৬ মার্চ মাঠে গড়াবে পিএসজি-রিয়ালের দ্বিতীয় লেগের লড়াই।