নিদাহাস ট্রফির দলে ফিরেছেন সাকিব
বেশ কিছুদিন ধরেই চোটে আক্রান্ত সাকিব আল হাসান। তাই কিছুদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফির দলে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এক সিরিজ পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং অফস্পিনার মেহেদী হাসান মিরাজও। এ ছাড়া ফিরে আসার দলে আরো রয়েছেন ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান।
আগামী মার্চে অনুষ্ঠেয় এই আসরের জন্য ১৬ সদস্যের দলে সাকিবকে রাখা হলেও তিনি খেলতে পারবেন না শুরুর দিকে কয়েকটি ম্যাচ। আঙুলের চোট থেকে সেরে উঠতে আরো কিছুটা সময় লাগবে তাঁর। সাকিবের জন্যই ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা না করলে দল হতো ১৫ সদস্যের।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বল হাতে একদমই বিবর্ণ ছিলেন পেসার তাসকিন আহমেদ। বিপিএলের মেলে ধরতে পারেননি নিজেকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই জায়গা হয়নি এই তরুণ তারকার। তবে নিদাহাস ট্রফির বাংলাদেশ দলে ফিরেছেন তাসকিন। মিরাজও ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। অবশ্য সাকিবকে নিয়ে অনিশ্চয়তার কারণেই মিরাজকে রাখা হয়েছে দলে।
শেষ সিরিজের দল থেকে ছয় নতুন মুখের মধ্যে বাদ পড়েছেন তিনজন। আফিফ হোসেন, মেহেদী হাসান আর জাকির হোসেন ছিটকে গেছেন দল থেকে।
টিম ম্যানেজমেন্ট আগেই ইঙ্গিত দিয়েছিল ফেরানো হবে অভিজ্ঞদের। ইমরুল কায়েস ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ফিরিয়ে সেটা করেও দেখাল নির্বাচকরা।
তিন দল নিয়ে নিদাহাস ট্রফি মাঠে গড়াবে মার্চের ৬ থেকে। নিজেদের প্রথম ম্যাচে আরেক সফরকারী দল ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ৮ মার্চ।
নিদাহাস ট্রফির বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরিফুল হক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু।