পরাজয়ের বৃত্তেই বন্দি মুস্তাফিজের দল
পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) প্রথম ম্যাচের মতো আলোটা সোমবার রাতেও ছড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে জেতেনি তাঁর দল লাহোর কালান্দার্স। করাচি কিংসের কাছে ২৭ রানে হেরেছে মুস্তাফিজের দল।
প্রথমে ব্যাট করা করাচির সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে লাহোরের ইনিংস গুটিয়ে গেছে ১৩২ রানে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজ শুরুটা করেছিলেন উইকেট নিয়েই। ইনিংসের পঞ্চম ওভারে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বল তুলে দিয়েছিলেন মুস্তাফিজের হাতে। নিজের করা প্রথম বলেই বাবর আজমকে কাটার মাস্টার ফিরিয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ দিয়ে।
অবশ্য এরপর আর উইকেটের দেখা পাননি বাঁহাতি এই বাংলাদেশি পেসার। তবে রান আটকানোর কাজটা করেছেন দারুণ। ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল ৪-১-২২-১। সুনীল নারাইন আর ইয়াসির শাহ নিয়েছেন জোড়া উইকেট। করাচির হয়ে ৫০ রানে অপরাজিত থাকেন রবি বোপারা।
জবাব দিতে নেমে স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ফিরে যান ইনিংসের উদ্বোধন করতে নামা সুনীল নারাইন। অবশ্য ম্যাককালাম-ঝড়ে সেই চাপটা বুঝতেই দেননি লাহোরকে। ফখর জামানকে সঙ্গে নিয়ে দলপতি গড়েছিলেন ৬৯ রানের জুটি। তবে এর পরেই লাহোরের ব্যাটিং লাইনআপে লাগে মড়ক। মাত্র ২১ রানেই দলটি হারিয়ে ফেলে চার উইকেট। ৩০ বলে ৫ চার আর ২ ছয়ে ম্যাককালামের সংগ্রহ ছিল ৪৪ রান।
নিয়মিত উইকেট পতনে লাহোরের রান তোলার গতি হয়ে পড়ে মন্থর। রানরেটের সে চাপটা নিতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। ৯ বল আগেই অলআউট হয়েছে লাহোর। করাচির হয়ে শহিদ আফ্রিদি ও উসমান খান শিকার করেছেন তিন উইকেট।
এ পর্যন্ত লাহোর মাঠে নেমেছে তিন ম্যাচে। হেরেছে তিনটির তিনটিতেই। পয়েন্ট টেবিলের একদম তলানির দলটাও তারাই। অন্যদিকে টানা তিন জয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে করাচি কিংস।