রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন নেইমার?
লিগ ওয়ানে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গত রোববার পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে উনাই এমেরি পূর্ণ শক্তির দল না নামিয়েও পারতেন। তবে পিএসজি কোচ লিগ ওয়ানের ম্যাচ নিয়ে যে ভাবছেন না, সে কথা জানিয়েছেন আগেই।
মার্চের ৬ তারিখ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে দ্বিতীয় লেগের মহারণে নামবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। প্রথম লেগ ৩-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে হলে ওই ম্যাচে জেতার বিকল্প নেই পিএসজির সামনে। মূলত ওই ম্যাচ সামনে রেখে মার্শেইয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দলকে ‘অনুশীলনে’ নামিয়েছিলেন এমেরি।
তাতেই বেধেছে বিপত্তি। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় পায়ে চোট পান পিএসজির সেরা খেলোয়াড় নেইমার। মাঠে তাৎক্ষণিক কিছুক্ষণ চিকিৎসা নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
নেইমারের ইনজুরিতে পড়া সমর্থকদের মনে শঙ্কা জাগিয়েছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে পারবেন তো তিনি! অবশেষে চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছে পিএসজি। পায়ের স্ক্যান শেষে ক্লাবটি জানিয়েছে, পা মচকে গেছে নেইমারের। ডান পায়ের গোড়ালির হাড়ে চিরও ধরা পড়েছে। এ অবস্থায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে না নামার আশঙ্কাই বেশি বিশ্বের দামি এই খেলোয়াড়ের।
ক্লাব কর্তৃপক্ষ অবশ্য এখনো স্পষ্ট করে বলেনি, এই ফরোয়ার্ড কত দিন মাঠের বাইরে থাকবেন। তবে এমন ধরনের চোট সারতে দুই থেকে তিন মাস সময় লাগে। তাই নেইমারকে মাঠের বাইরে রেখেই চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগ খেলতে হতে পারে ফরাসি জায়ান্টদের।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগেই নেইমারের ইনজুরিতে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েন, এটা খুবই দুঃখজনক। নেইমারের ইনজুরিতে আমি মোটেও খুশি নই। প্রতিপক্ষের কেউ ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে পড়লে আমরা কখনই আনন্দিত হই না।’