নিদাহাস ট্রফি থেকেও ছিটকে গেলেন ম্যাথিউস

ইনজুরি পিছুই ছাড়ছে না অ্যাঞ্জেলো ম্যাথিউসের। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফির দল থেকেও ছিটকে গেলেন লঙ্কান অধিনায়ক। তাঁর বদলে ফের দলের নেতৃত্ব দেবেন দীনেশ চান্দিমাল।
বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ম্যাথিউস। ত্রিদেশীয় সিরিজ তো বটেই, লঙ্কান দলনায়ক মাঠে নামতে পারেননি টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজেও। অবশ্য চোটটা খুব বেশি গুরুতরও নয়। কিন্তু তার পরও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাঠে নামতে পারেননি ৩০ বছর বয়স্ক ম্যাথিউস। তবে দলের অন্যতম অপরিহার্য এই ক্রিকেটারের ব্যাপারে ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এবার অবশ্য পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দলে ফিরে আসার সব প্রস্তুতিই নিয়ে রেখেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ট্রেনিংয়ে ঊরুর চোটে পড়ে ফের রয়ে গেলেন দলের বাইরেই। বোর্ডের তরফ থেকে জানা গেছে, ‘নিদাহাস ট্রফির দলে সুযোগ পেতে ম্যাথিউস সর্বোচ্চ চেষ্টা করেছে। রুটিন অনুযায়ী কঠোর পরিশ্রমে ঘাম ঝরিয়েছে সে।
দুর্ভাগ্যজনকভাবে, ট্রেনিংয়ের সময় ঊরুতে চোট পায় সে।’
ম্যাথিউস ছাড়াও বাংলাদেশ সফরে চোটের কবলে পড়েছেন আরো তিন ক্রিকেটার—কুশল পেরেরা, দাশমুন্থ চামিরা ও নুয়ান প্রদীপ। ম্যাথিউস বাদে সবাই-ই অংশ নিচ্ছেন ঘরোয়া টি-টোয়েন্টিতে। সেখানেই ফিটনেসের প্রমাণ দিয়ে দলে ঢুকতে হবে তাঁদের।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে বাকি দুই দল বাংলাদেশ ও ভারত এরই মধ্যে ঘোষণা করেছে তাদের স্কোয়াড। তবে স্বাগতিকরা এখনো ঘোষণা করেনি নিজেদের দল। আগামী ৬ মার্চ পর্দা উঠবে নিদাহাস ট্রফির।