নিদাহাস ট্রফিতে কি খেলতে পারবেন সাকিব?
নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশও। আসরটিকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দলও। এ দলে অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসানই। অবশ্য তিনজাতির এই আসরে চোটে আক্রান্ত সাকিবের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও সম্প্রতি জানিয়েছেন আসরের প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। একমাত্র সাকিবের জন্যই নিদাহাস ট্রফিতে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।
সাকিবের আঙুলের চোট এখনো খুব একটা সেরে উঠেনি। অবশ্য বোর্ড সভাপতি বলছেন ব্যাটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও দলনায়ক বোলিং করতে পারবেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাঁর আঙুল ফুলে যাচ্ছে। এই অবস্থায় আমরা ঝুঁকি নিতে পারিনা, সাকিবকে নিয়ে তো নয়ই। তাঁর সঙ্গে আমরা বসেছিলাম। সে নিজেও বলছে বল করতে কোনো সমস্যা নেই, তবে ব্যাটিং করতে সমস্যা হচ্ছে।’
অবশ্য সব ছাপিয়ে মূল প্রশ্নটা হচ্ছে আসলেই কি লঙ্কার মাঠে নামতে পারছেন সাকিব? আঙুলের যা অবস্থা তাতে ব্যাটিংটা তো করতে পারবেনই না বাঁহাতি এই অলরাউন্ডার। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরে ওঠার আগেই সাকিবকে দলে রেখেছিলেন নির্বাচকরা। পরে অবশ্য খেলতে পারেননি তিনি।
অবশ্য শোনা যাচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই নাকি চাচ্ছেন আর কদিন বাদে শুরু হতে যাওয়া এই আসরে খেলতে। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ মার্চ, হাতে বাকি নয় দিন। এর মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উলেলে খেলতেও পারেন নাকিব। এদিকে উন্নত চিকিৎসার জন্য সাকিব এরই মধ্যে গেছেন থাইল্যান্ডে।