রাজশাহী কিংসের প্রধান কোচ ভেট্টরি

২০১৫ সালে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন নিউজিল্যান্ডের বাঁহাতি অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার লম্বা সময় দিয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের নেতৃত্ব। খেলোয়াড় হিসেবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে তিনি পুরোপুরি ছাড়তে পারেননি। নাম লিখিয়েছেন কোচ হিসেবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এই দলের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
ঘরোয়া ক্রিকেট লিগ ব্রিসবেন হিট ও মিডলসেক্সের মতো দলের কোচ হলেও এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের হেড কোচ হয়ে আসছেন এই তারকা। রাজশাহী কিংসের কোচ হিসেবে আগামী দুই আসরের (২০১৮ ও ২০১৯) জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ হক বলেন, ‘দক্ষ ক্রিকেটার হিসেবে তিনি দলকে সহযোগিতা করবেন। তিনি কেবল দলকে সহায়তা করবেন, এমন নয়। দলের তরুণ ক্রিকেটাররা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং মাঠে যথাযথ প্রয়োগ করতে পারবে।’
২০১৬-১৭ মৌসুমে রাজশাহীর কোচ ছিলেন সারওয়ার ইমরান। ২০১৬ মৌসুমের টুর্নামেন্টে তারা রানার্সআপ হয়।