গ্রিজম্যানের ফর্ম নিয়ে শঙ্কায় বার্সেলোনা
মাত্র তিনদিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক! দুই ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা ৭! মাঠে এমন অপ্রত্যাশিত ঝলকই দেখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান।
লা লিগার আগের ম্যাচে সেভিয়ার মাঠে ৫-২ ব্যবধানে দলটিকে মাটিতে নামিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। ওই ম্যাচের পাঁচ গোলের মধ্যে তিনটিই করেছিলেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান। কাল আবারও এই ফরোয়ার্ডের গোল বন্যা। তবে আগের ম্যাচের চেয়েও নিজেকে এ ম্যাচে ছাড়িয়ে গেছেন তিনি। একাই লেগানেসের জালে বল জড়িয়েছেন ৪ বার। লেগানেসের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদ জিতেছে ৪-০ ব্যবধানে। ম্যাচের ফলাফল দেখলে মনে হয়, ম্যাচ জেতানোর দায়িত্বটা গ্রিজম্যানই নিয়েছিলেন।
একটি গোল বাতিল ও একবার গোলপোস্টে বাধা পেয়ে বল ফিরে না আসলে ব্যবধান আরো বাড়াতে পারতেন এই ফরাসি তারকা। এই গোলের মাধ্যমে লা লিগায় নিজের ব্যক্তিগত অর্জনের ঝুলিতে যোগ করলেন ১৫টি গোল। কিছুদিন আগেও মাঠে গোল না পেয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা। তবে উপযুক্ত সময়ই তিনি বেছে নিলেন সমালোচনার জবাব দেওয়ার জন্য।
আতলেতিকো মাদ্রিদের দারুণ ফর্ম চিন্তার ছাপ ফেলে দিয়েছে বার্সেলোনা শিবিরে। লা লিগার পয়েন্ট তালিকায় বার্সা আতলেতিকো মাদ্রিদের চেয়ে মাত্র ৪পয়েন্ট এগিয়ে আছে। ব্যবধান বাড়াতে বৃহস্পতিবার রাতে লাস পালমাসের মাঠে নামবে বার্সেলোনা।