সিপিএলে কোন দলে গেলেন সাকিব-মাহমুদউল্লাহ?
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছিলেন শুরুর মৌসুমটাতেই। ২০১৩ সালের প্রথম আসরেই তাঁকে দলে টেনেছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। সেবার এক ম্যাচে ৬ রানে ছয় উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা। ২০১৮ সালের মৌসুমে সাকিবের কাছে তেমন ঝলকই হয়তো প্রত্যাশা করে দলটি। তাই দলটি আবারও যুক্ত করেছে সাকিবকে।
সিপিএলে গত দুই মৌসুমে জ্যামাইকা তালওয়াসে ছিলেন সাকিব। দলের দায়িত্ব পালনে দেশে ফিরে আসায় গত মৌসুমে সাকিবের বদলি হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ জ্যামাইকার হয়ে খেলার সুযোগ পান। তবে এবার নিজেই দল পেয়েছেন মাহমুদউল্লাহ। নিলামের পঞ্চম রাউন্ডে ৭০ হাজার ডলারের বিনিময়ে তিনি যোগ দিয়েছেন সেন্ট কিডস অ্যান্ড নেভিসে।
বৃহস্পতিবার লন্ডনে সিপিএলের নিলামে মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথদের সতীর্থ সাকিবকে এক লাখ ৩০ হাজার ডলারে দলে টেনেছে বার্বাডোজ। মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টি কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলকে।
এবারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন ছয় ক্রিকেটার। এই মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ক্রিস গেইল প্রত্যাশা অনুযায়ী মূল্য না পেলেও সিপিএলে তিনি সেরা ছয় দামি ক্রিকেটারের একজন।
এ ছাড়া আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সোহেল তানভির (পাকিস্তান), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ও ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) আছেন এই তালিকায়। দলগুলো নিলামের সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে তাঁদের।
৮ আগস্ট থেকে শুরু হওয়া সিপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলে ১৮ জন করে মোট ১০৮ জন ক্রিকেটার খেলবেন। ৬১ ক্রিকেটারকে ধরে রেখেছে দলগুলো, যোগ হয়েছে ৪৭টি নতুন নাম।