অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধুঁকছে দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সময় খুব একটা ভালো যাচ্ছে না। কয়েকদিন আগেই ভারতের বিপক্ষে এক প্রকার ব্যর্থই বলা যায় পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জ্বলে উঠলেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি হেরে ব্যাকফুটে যাওয়া দলটি অস্ট্রেলিয়া সিরিজেও নিজেদের সেরাটা মেলে ধরতে পারছে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবান টেস্টের প্রথম দিনে দুই দলই সমতায় থাকলেও দ্বিতীয় দিনে ব্যবধান বাড়িয়ে নিয়েছে অসিরা। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ৩৫১ রান করেছে অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে। প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৮৯ রানে।
পাঁচ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তিনজন ব্যাটসম্যানের বিদায়ের পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন মিচেল মার্শ। ব্যক্তিগত ৯৬ রানে আউট হন মার্শ। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৫১ রানে।
ব্যাটসম্যানদের পর অস্ট্রেলিয়ার বোলাররাও দারুণ ভূমিকায় ছিলেন। অফ স্পিনার নাথান লায়ন ও বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ঝড় তুলেছেন। প্রথম সাত ওভার উইকেট না হারালেও অষ্টম ওভারেই এলোমেলো হয়ে যায় প্রোটিয়ারা। লায়ন নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই ব্যাটসম্যানকে। চা বিরতির আগেই দারুণ খেলতে থাকা এইডেন মার্করামকে ফিরিয়ে দিলে বেশ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্স একাই লড়াই চালান অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে। ফাফ দু প্লেসিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালালেও দু প্লেসি ফিরলে সে পরিকল্পনা ভেস্তে যায়। ভিলিয়ার্সের লড়াকু ৭১ রান ছাড়া বাকি কেউই অসিদের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি।
৩৪ রানে পাঁচ উইকেট নিয়েছেন স্টার্ক, ৫০ রানে তিন উইকেট পেয়েছেন লায়ন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১২৩ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।