সুপার ওভারে দলকে ডোবালেন মুস্তাফিজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/03/photo-1520062341.jpg)
পাকিস্তান সুপার লিগের আগের তিন ম্যাচে মুস্তাফিজুর রহমানের নামের পাশে তেমন উইকেট জমা না হলেও মেপে মেপে রান দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। তবে আগের তিন ম্যাচের চেয়ে চিত্রটা ছিল আলাদা গতকাল। লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বেশ খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ৯ উইকেটে তোলে ১২১ রান। ইনিংসের সর্বোচ্চ ৩৪ রান তোলেন জেপি ডুমিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান হুসাইন তালাত।
ইউনাইটেডের বিপক্ষে চার ওভার বল করার সুযোগ পেলেও বল হাতে ব্যর্থই বলা যায় বাংলাদেশের তারকা মুস্তাফিজকে। চার ওভারে ৩৯ রান দেওয়া মুস্তাফিজ শেষ ওভারের পঞ্চম বলে একমাত্র উইকেটের দেখা পান।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার আঘা সালমানের ৪৮ রানের ইনিংস জয়ের পথ দেখায় লাহোরকে। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ২০ ওভারই শেষ করতে পারেনি লাহোর। ১৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২১ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১ ওভারে ১৫ রান তোলে লাহোর। জবাবে শেষ বল বাকি থাকতে ইসলামাবাদের রান ছিল ১৩। কিন্তু শেষ বলে আন্দ্রে রাসেলের ছক্কা ইসলামাবাদের জয় নিশ্চিত করে দেয়।
চার ওভারে ৩৯ রান দিলেও সুপার ওভারে লাহোর কালান্দার্সের অধিনায়ক ভরসা করেন মুস্তাফিজের ওপরই। তবে দলের ভরসার মূল্য রাখতে পারেননি এই পেসার। রোমাঞ্চকর সুপার ওভার শেষে পরাজয় মানতে বাধ্য হয় লাহোর।