নেইমারের সফল অস্ত্রোপচার
চোট পেয়েছিলেন বেশ কিছুদিন আগে। গত রোববার ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন নেইমার। আর এই চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে এই ব্রাজিলীয় তারকার গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে।
ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানায়, অস্ত্রোপচারের পর ভালোই আছেন নেইমার। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ছয় সপ্তাহ লেগে যেতে পারে নেইমার সুস্থ হয়ে উঠতে।
এ প্রসঙ্গে নেইমারের চিকিৎসক লাসমার জানিয়েছেন, ‘ছয় সপ্তাহ পরই বোঝা যাবে তাঁর প্রকৃত অবস্থা। আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’
নেইমারের গোড়ালি মচকে গেছে এবং ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। তাই অস্ত্রোপচার করাতে হয় পায়ে।
ছুরি-কাঁচির নিচে যাওয়ার কারণে মাস তিনেকের জন্য মাঠ থেকে ছিটকে পড়বেন এই তারকা। স্বাভাবিকভাবেই এ সময়ে খেলতে পারবেন না পিএসজি হয়ে। তবে আগামী রাশিয়া বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে কোনো সংশয় নেই।
আগামী ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে প্রথম টিকেট নিশ্চিত করেছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৭ জুন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
এ ব্যাপের ব্রাজিলের ট্রেইনার ফাবিও মাহশেরেদিজান বলেন, ‘আমি নিশ্চিত তিনি (নেইমার) ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন বলে আশা করছি আমি। কারণ তিনি এমন একজন খেলোয়াড়, যিনি নিজের যত্ন নেন। তা ছাড়া তাঁর একজন ফিজিওথেরাপিস্ট এবং ট্রেইনার আছেন, যাঁরা প্রতিদিন তাঁর দেখভাল করেন।’