নিজেদের প্রমাণ করার সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ
এই কদিন আগে ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। স্বাভাবিক কারণে মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। এমন পিছিয়ে পড়া মানসিক অবস্থা নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। সাকিবের পরিবর্তে নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ অবশ্য এই ত্রিদেশীয় সিরিজকে প্রমাণের মঞ্চ হিসেবেই দেখছেন। পাশাপাশি সাফল্য পেতেও আশাবাদী।
ওয়ানডে ও টেস্ট সাফল্যের রঙে রাঙাতে পারলেও মাহমুদউল্লাহরা টি-টোয়েন্টি ক্রিকেটে একটু বিবর্ণই বলা চলে। ২০ ওভারের ক্রিকেটে মাঠে নামলেই কেন যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন ক্রিকেটাররা। ছোট্ট এই সংস্করণে তাই বাংলাদেশের নামের পাশে প্রশ্নবোধক একটা চিহ্নর উঁকিঝুঁকি দেখা মেলে প্রায়ই। নিদাহাস ট্রফির লড়াইয়েই সেই জবাবটা দিতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক।
আজ শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদউল্লাহ। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
নিদাহাস ট্রফিতে সাফল্যে আশাবাদী মাহমুদউল্লাহ বলেন, ‘নিজেদের প্রমাণ করার এটা একটা ভালো সুযোগ। আশা করছি, এ সিরিজে আমরা ভালো কিছু করতে পারব। আমাদের সেই সামর্থ্য আছেও। লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা, এটা আমাদের প্রথম লক্ষ্য। তবে পাশাপাশি আমাদেরও অনেক কিছু করার বাকি আছে। অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। অনেকের মনে হয়তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই সংস্করণের আমাদের শক্তিমত্তা নিয়ে। আমার মনে হয়, এটা আমাদের জন্য খুব ভালো একটা মঞ্চ নিজেদের প্রমাণ করার জন্য। সবার ব্যক্তিগত সেরাটা যদি আমরা আদায় করে নিতে পারি, আমার মনে হয় আমাদের খুব ভালো কিছু অর্জন করা সম্ভব।’
এই নিয়ে পরপর তিন সিরিজে সাকিবের বদলে অধিনায়কত্বের দায়িত্ব চাপল মাহমুদউল্লাহর ঘাড়ে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ এনে দিতে পারেননি ফলাফল। তবে ব্যাট হাতে নিজে ঠিকই নেতৃত্বটা দিয়েছিলেন সামনে থেকেই। ফের দলের দায়িত্ব নিয়ে লঙ্কার বিমানে চাপা মাহমুদউল্লাহ এবার সতীর্থদের থেকেও চাইবেন তাঁদের সেরাটাই।
আগামী ৬ মার্চ শুরু হবে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত মুখোমুখি হবে। আর বাংলাদেশের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ মার্চ, প্রতিপক্ষ ভারত।