ন্যু ক্যাম্পে আজ অঘোষিত ফাইনাল
লা লিগায় আজকের ম্যাচটা অঘোষিত ফাইনালই বলা যায়। কারণ, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় ন্যু ক্যাম্পে শুরু হবে ম্যাচটি।
অবশ্য ফাইনালের ঝাঁজ থাকবে কি না, তা নির্ভর করবে ম্যাচের ফলাফলের ওপর। ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। আর দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৬১ পয়েন্ট।
এই ম্যাচে বার্সা জিতলে আতলেতিকোর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থাকবে তারা। তাই শিরোপার লড়াই জমে ওঠার আশা খানিকটা মিইয়ে যাবে। অন্যদিকে ম্যাচে বার্সেলোনা জিততে না পারলে অ্যাথলেটিকোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে আসবে দুইয়ে।
অ্যাথলেটিকো মাদ্রিদ আগের দুই ম্যাচে বেশ বড় ব্যবধানে হারিয়েছে সেভিয়া ও লেগানেসকে। দলের তারকা ফরোয়ার্ড আন্তইন গ্রিজম্যান আছেন আগুন ফর্মে। গত দুই ম্যাচে নিজের ব্যক্তিগত অর্জনের ঝুলিতে যুক্ত করেছেন সাতটি গোল। মূলত আজ ম্যাচে বার্সেলোনার নজরবন্দি থাকবেন গ্রিজম্যান। তাঁকে থামানোর সর্বাত্মক চেষ্টা করবে ভেলভার্দে বাহিনী।
অন্যদিকে বার্সেলোনা এই মৌসুমে কোনো ম্যাচে না হারলেও গত পাঁচ ম্যাচের তিনটিতেই তারা ড্র করে। এর আগের ম্যাচে পয়েন্ট তালিকার তলানির টিম লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। বার্সেলোনার গত কয়েক দিনের পারফরম্যান্সের দিকে তাকালে এই ম্যাচে অঘটন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আশার কথা হচ্ছে, মেসি-সুয়ারেজ বেশ ভালো ফর্মে আছেন। যেকোনো মুহূর্তে আলো ছড়ানোর মতো সামর্থ্য তাদের আছে।
গত ১৫ ম্যাচের চারটিতে ড্র করলেও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচও হারেনি বার্সেলোনা। সব ছাপিয়ে সেই অনুপ্রেরণা নিয়েই মাঠে নামবে মেসি বাহিনী।