ব্যাটিং বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা
এই কদিন আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে চরম ভরাডুবি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ হারিয়ে পুরো দলটি বিমর্ষ। এই বাজে সময়ে তারা মুখোমুখি হয়েছে পরাশক্তি দল অস্ট্রেলিয়ার।
ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও ভারতের বিপক্ষে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে ফাফ দু প্লেসির দল। ব্যাটে-বলে কোনোভাবেই সুবিধা আদায় করতে পারছে না প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১৮৯ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংস শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় সব উইকেট হারিয়ে ২২৭, লিড ৪১৭ রানের।
প্রথম ইনিংসে বড় রানের লিড নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মোটামুটি রান হলেই চলত। তবে শেষভাগে প্রোটিয়াদের বোলিং তোপে অসিদের শেষ দিকের ব্যাটসম্যানরা বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রথম ইনিংসের পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসের তিন উইকেট তুলে নেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।
৪১৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই এলোমেলো হয়ে গেছে প্রোটিয়ারা। ৪৯ রানের মধ্যেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে চারশ রানের টার্গেটই তাদের সামনে পাহাড়সম। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ফাফ দু প্লেসির ওপর পুরো দল ভরসা করলেও তাঁরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটসম্যানদের বোঝাপড়ায়ও দারুণ ঘাটতি, যার ফলে অধিনায়ক ফাফ দু প্লেসি রানআউট হলেন বাজেভাবে।
দলের এমন ভরাডুবিতে ডানহাতি ওপেনার এইডেন মার্করাম প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অবদান রাখার চেষ্টা করছেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান যোগ করলেও দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত আছেন ৩৮ রানে।