মেসির অনন্য রেকর্ড
লিওনেল মেসি মানেই ফুটবল মাঠের সৌন্দর্যবর্ধন। যাঁর পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। ফুটবল মাঠে ম্যাজিক দেখিয়ে যিনি সবার কাছে পরিচিত ‘ম্যাজিক্যাল মেসি’ নামে। ফুটবল নিয়ে তাঁর দক্ষতা ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ফাঁকি দেওয়ার কৌশলী আচরণে অনেক ফুটবল বিশেষজ্ঞই মানতে বাধ্য, মেসি সবার চেয়ে আলাদা।
মেসি একটু একটু করে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এবার নিজের নামের পাশে যোগ করেছেন ৬০০ গোলের মাইলফলক। নিজের ব্যক্তিগত অর্জনের দিনে একমাত্র গোলে দলকেও জিতিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে মেসির অর্জনের তালিকায় ছিল ৫৯৯ গোল। সে ম্যাচে ৬০০ গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন তারকা। দেশের হয়ে ৬১টি ও বার্সেলোনার হয়ে ৭৪৭ ম্যাচে ৫৩৯টি গোল জমা করেন নিজের ঝুলিতে।
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে ফাউলের ফায়দা তুলে নেন মেসি। দুর্দান্ত ফ্রিকিকে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন। মেসির একমাত্র গোলে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট ব্যবধানে নিরাপদ দূরত্বে আছে বার্সেলোনা।
এবারের মৌসুমে লা লিগায় এটি মেসির ২৪তম গোল। দারুণ ফর্মে থাকা এই তারকা চলতি মৌসুমেই নিজের অর্জনের ঝুলি আরো পরিপূর্ণ করবেন, সহজেই অনুমেয়।