স্কটল্যান্ডে ধরাশায়ী আফগানিস্তান
এই কদিন আগেও দারুণ সময় কাটছিল আফগানিস্তানের। একের পর এক জয়ে তারা অবাক করে যাচ্ছিল ক্রিকেটবিশ্বকে। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। তাই আত্মবিশ্বাসটাও বেশ ভালো জায়গায় ছিল তাদের। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে তারা ধরাশায়ী করে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। সেই আফগানিস্তানের জয়রথে অবশেষে লাগাম টেনে ধরেছে স্কটল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে সাত উইকেটের ব্যবধানে হেরে যায় আফগানরা। বুলাওয়েতে টসে হেরে ব্যাট করতে নেমে ২৫৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৭১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারালে খানিকটা চাপে পড়ে আফগানরা। তবে মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরানের পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের জুটি বড় ইনিংস গড়তে সাহায্য করে আফগানিস্তানকে। ব্যক্তিগত অর্জনের খাতায় নবি যোগ করেন ৯২ রান এবং নাজিবুল্লাহ যোগ করেন ৬৭ রান।
রান তাড়া করায় শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডেরও। ২১ রানে দুই উইকেট হারিয়ে বসে। তবে তৃতীয় উইকেট জুটিতে ম্যাকলয়েড ও বেরিংটনের ২০৮ রানের জুটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। রশিদ খান বেরিংটনকে ৬৭ রানে ফিরিয়ে দিলেও তাতে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। ম্যাকলয়েড ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
নিয়মিত অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের চোটের কারণে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব পেয়েছেন লেগস্পিনার রশিদ খান। অধিনায়ক হিসেবে এটিই তাঁর প্রথম ম্যাচ। অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখকর হয়নি তাঁর। টসভাগ্যও সুপ্রসন্ন হয়নি তাঁর। ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিতে হয় এই তারকাকে। খরুচে বোলার হিসেবে বল হাতে ৬৮ রানে দেখা পেয়েছেন মাত্র এক উইকেটের।