নিদাহাস ট্রফিতে কবে কখন বাংলাদেশের খেলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/05/photo-1520242009.jpg)
চলতি মাসেই শ্রীলঙ্কা পা দিয়েছে স্বাধীনতার ৭০তম বছরে। স্বাভাবিকভাবেই দেশটির জন্য উদযাপনের অনেক বড় উপলক্ষ এটি। আর সে কারণেই গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। নিদাহাস ট্রফি নামে এই সিরিজে স্বাগতিকরা আমন্ত্রণ জানায় বাংলাদেশ ও ভারতকে।
গত নভেম্বরে সফরের সূচি এবং ভেন্যু প্রকাশ করেছিল বোর্ডটি। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষ হবে ১৮ মার্চ। অংশ নেওয়া তিন দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেবে ফাইনালে। কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচগুলো।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আসরে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে জিম্বাবুয়ের মাঠে দক্ষিণ আফ্রিকা আর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল। তবে টি-টোয়েন্টির সেই তিনজাতি সিরিজ মর্যাদা পায়নি আন্তর্জাতিক সিরিজের। তাই নিদাহাস টফির লড়াই-ই হতে চলেছে বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।