উত্তপ্ত বাক্যবিনিময়ে ওয়ার্নার-ডি কক
নিজেদের মাঠে প্রথম টেস্টে তখন ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের শুরুতেই এবি ডি ভিলিয়ার্সকে রানআউট করে ডেভিড ওয়ার্নারের বুনো উল্লাস বুঝিয়ে দিচ্ছিল টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে কতটা মরিয়া অসিরা। চা-বিরতিতে ড্রেসিংরুমে ফেরার পথে আবারও মেজাজ হারিয়েছিলেন ওয়ার্নার। বাক্যবিনিময়ে কম যাননি স্বাগতিক উইকেটরক্ষক কুইন্টন ডি ককও।
ডারবানের কিংসমিড মাঠের সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে আগ্রাসী ওয়ার্নারের। সঙ্গে ডি ককের প্রত্যুত্তরও নজর এড়ায়নি কারোরই। অবশ্য মাঠ থেকে শুরুটা করেছিলেন ওয়ার্নারই। এরপর ড্রেসিংরুমে যাওয়ার সিঁড়িতে ওয়ার্নার কিছু একটা বলেন ডি কককে উদ্দেশ করে। পাল্টা জবাবে প্রোটিয়া উইকেটরক্ষকও সমানতালেই বলেছেন অসি সহ-অধিনায়ককে।
ভিডিওতে একপর্যায়ে ডি ককের দিকে তেড়ে যেতে দেখা গেছে ওয়ার্নারকে। সফরকারী উইকেটরক্ষক টিম পেইন আর উসমান খাজা এগিয়ে আসেন ওয়ার্নারকে সরিয়ে নিতে। শেষমেশ অধিনায়ক স্টিভেন স্মিথ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। সরিয়ে নেন উত্তেজিত ডেপুটিকে। এ ঘটনা বিস্মিত করেছে সফরকারী আর স্বাগতিক দুই বোর্ডকেই। ওয়ার্নার-ডি কক কান্ডের রহস্য উদ্ঘাটনে তাই তদন্তও করে দেখা হবে জানিয়েছেন দেশ দুটির বোর্ড।
দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মেদ মুসাজি অসন্তুষ্ট অস্ট্রেলীয় উদ্বোধনী ব্যাটসম্যানের এমন আচরণে। চতুর্থ দিন শেষে তিনি বলেন, ‘ব্যাপারটা শুধু দুর্ভাগ্যজনকই নয়, বরং খেলার যে উদ্দেশ্য তার সঙ্গে এটি মুখোমুখি দাঁড়িয়ে যায়। ম্যাচ রেফারি দিনের খেলা শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে আইসিসির পরবর্তী পদক্ষেপের জন্য আমরা অপেক্ষমাণ।’
প্রোটিয়াদের সামনে ৪১৭ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়ে অতিথিরা পাঁচ উইকেট তুলে নিয়েছিল দ্রুতই। অবশ্য এইডেন মার্করামের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ে সেই পাহাড় টপকে যাওয়ার সাহস দেখিয়েছিলেন ডি কক।
#SAvAUS Cricket SA and Cricket Australia investigating after CCTV footage emerged of Quinton de Kock and Dave Warner in an altercation in the players tunnel at the tea break on day 4. pic.twitter.com/aafoCJu2Wg
— EWN Sport (@EWNsport) March 5, 2018