জরিমানা গুনতে হয়েছে লায়নকে
ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আলোর স্বল্পতার কারণে যদিও ম্যাচ পাঁচ দিনে গড়ায়, তবে চতুর্থ দিন শেষেই অস্ট্রেলিয়ার জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল।
ম্যাচ জিতে যতটা আলোচনায় অস্ট্রেলিয়া, তার চেয়েও বেশি আলোচনায় মাঠে ও মাঠের বাইরে তাদের খেলোয়াড়দের আচরণের জন্য। প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের দিকে বল ছুড়ে মারার কারণে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এদিকে, ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে যে বাগ্বিতণ্ডা হয়েছে, তা নিয়েও তদন্ত চলছে। ডারবানে টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের দিনে দ্রুত রান নিতে যান ভিলিয়ার্স। ওয়ার্নারের থ্রোতে স্টাম্প ভাঙেন লায়ন। নিজেকে বাঁচাতে ক্রিজে লাফিয়ে পড়েন ভিলিয়ার্স। তবে শেষ রক্ষা হয়নি। রানআউট হয়েই শূন্য রানে সাজঘরে ফিরতে হয় এই ব্যাটসম্যানকে। তবে ক্রিজে পড়ে থাকার মুহূর্তে বাধে বিপত্তি। ক্রিজে পড়ে থাকা ভিলিয়ার্সের দিকে বল ছুড়ে মারেন লায়ন।
এ ঘটনার পরে ওই ম্যাচের রেফারি জেফ ক্রো ‘লেভেল-১’ অপরাধের জন্য লায়নের ম্যাচ ফির ১৫ ভাগ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে লায়নের নামের পাশে। যদি ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পান লায়ন, তবে তিনি একটি টেস্ট অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ হবেন।
লায়ন অবশ্য সেদিন রাতেই ভিলিয়ার্সের কাছে ক্ষমা চেয়েছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই আলাদাভাবে শুনানির প্রয়োজন পড়েনি।