প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল মুশফিকের ব্যাট

ত্রিদেশীয় নিদাহাস ট্রফি শুরু হচ্ছে আজ। অবশ্য বাংলাদেশ মাঠে নামবে আগামী বৃহস্পতিবার। প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কার মাটিতে মূল লড়াইয়ের আগে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পেয়েছে টাইগাররা। আজ শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মুখোমুখি হন মাহমুদউল্লাহরা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহটা ভালোই হয়েছে, ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। ফর্মহীনতায় থাকা লিটন দাস এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ওপেনার সৌম্য সরকার অর্ধশতকের দেখা পেয়েছিলেন। আশাজাগানিয়া টি- টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের পর পরই এই প্রস্তুতি ম্যাচে তিনি পুরোপুরি ব্যর্থ। স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
প্রয়োজনের সময় ভালো একটি ইনিংসে খেলেছেন মাহমুদউল্লাহ। নিজের নামের পাশে জমা করেছেন ৪৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে অপেক্ষাকৃত কম শক্তিশালী এই দলের বিপক্ষেও অর্জনের খাতা শূন্য সাব্বির রহমানের। মাত্র ১ রান যোগ করতে পেরেছেন তিনি।
দলের খারাপ-ভালো যেকোনো সময়েই ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক এ ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ব্যাট হাতে ইনিংস-সেরা ৬৫ রান তুলেছেন তিনি। স্কোরকার্ডে সম্মানজনক রানের মূল ভূমিকায় এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের পক্ষে ফার্নান্দো ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ড্যানিয়েলস, কুমারা, থিকশালা একটি করে উইকেট লাভ করেন।