জয় দিয়েই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু
নিদাহাস ট্রফির মূল লড়াইয়ে নামতে বাংলাদেশের এখনো বাকি দুদিন। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গা গরম করা ম্যাচে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদউল্লাহর দল। হোক না প্রস্তুতি, ম্যাচটা ৪১ রানে জিতে নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরের শুভ সূচনা করল।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ১৮৬ রান। স্বাগতিক দল নিজেদের ইনিংসে করতে পারেনি ১৪৫ রানের বেশি। গা ঝালাইয়ের ম্যাচে তাই জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।
কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমেই সৌম্য সরকারকে হারিয়ে বসে বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান ফিরেছেন মাত্র ১ রান করে। ১০ বল খেলে ডানহাতি এই ব্যাটসম্যানের আউটটা ছিল বেশ দৃষ্টিকটুই। ১৪ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস আর মুশফিকুর রহিম জুটি।
৫২ রানের জুটি গড়ে লিটন ফিরেছিলেন দলকে ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েই। ১৮ বলে ৪০ রান এসেছে সাকিব আল হাসানের বদলে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া লিটনের ব্যাট থেকে। অর্ধশতক হাঁকিয়ে মুশফিকুর রহিম ৪৪ বলে সংগ্রহ করেছেন দলের ইনিংসে সর্বোচ্চ ৬৫ রান। ছয়টি চার আর তিনটি ছয়ে মুশফিক সাজিয়েছেন নিজের ইনিংস। এ ছাড়া দলনায়ক মাহমুদউল্লাহ ২৭ বলে করেছেন ৪৩ রান।
জবাব দিতে নেমে নিরোশান ডিকওয়েলার ঝড়ো শুরুতে অতিথিদের ঘাবড়ে দিয়েছিল স্বাগতিকরা। ২৭ রান করে ফিরেছেন এই উদ্বোধনী উইকেটরক্ষক ব্যাটসম্যান। অবশ্য বাংলাদেশি পেসাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ হাতছাড়া হতে দেননি। রুবেল হোসেনের জোড়া উইকেটের দিনে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তাসকিন আহমেদও। তরুণ এই পেসারও নিয়েছেন দুই উইকেট। আবু হায়দার রনি ছাড়াও দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান অপু আর সৌম্য নিয়েছেন একটি করে উইকেট।
আগামী বৃহস্পতিবার নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬ (মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ৪০। ফার্নান্দো ২২/২, থিকসিলা ১/১০)।
শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশ: ১৯ ওভারে ১৪৫ (ডিকওয়েলা ২৭, পেরেরা ২২, মিলান্থা ১৯। রুবেল ১৯/২, তাসকিন ১৬/২, অপু ৩/১, মিরাজ ১০/১, সৌম্য ১৭/১)।
ফল: বাংলাদেশ ৪১ রানে জয়ী।