ফতুল্লায় মাশরাফির আগুনে হ্যাটট্রিক
মাশরাফি বিন মর্তুজা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরটাকে বোধহয় নিজের পুরোনো রূপটা দেখানোর মঞ্চই করে নিয়েছেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বোলিংয়ে গুঁড়িয়েছেন প্রতিপক্ষকে। ফতুল্লায় আজ মঙ্গলবার ডিপিএলে নিজের প্রথম হ্যাটট্রিকসহ মাশরাফির ছয় উইকেটে পুড়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
নাজমুল হোসেন শান্তর শতকে ভর করে আবাহনীর সংগ্রহ ছিল ২৯০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শাহরিয়ার নাফিসের শতকে অগ্রণী ব্যাংক জবাবটা দিচ্ছিল সমানে সমানে। শেষ ওভারে আবাহনীকে হারাতে অগ্রণী ব্যাংকের প্রয়োজন ছিল মাত্র ১২ রান। আর সেই মুহূর্তেই ২২ গজের মঞ্চে আবাহনীর নায়ক হয়ে আবারও একবার আবির্ভূত হয়েছেন মাশরাফি।
চার উইকেট হাতে রেখে শেষ ওভারের মুখোমুখি হওয়া অগ্রণী খেলতে পারেনি পুরো ওভারও। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের প্রথম বলটাই শুধু মোকাবিলা করতে পেরেছিলেন ধীমান ঘোষ। ৪৯.২ থেকে ৪৯.৫- এই চার বলে মাশরাফি তুলে নিয়েছেন টানা চার উইকেট। ডিপিএলসহ কোনো ঘরোয়া টুর্নামেন্টে এর আগে হ্যাটট্রিকের দেখা না পাওয়া মাশরাফির নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে অগ্রণী ব্যাংককে হারিয়ে দিয়েছেন একাই।
শেষ ওভারের দ্বিতীয় বলে জয়রাজ শেইখের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন ধীমান। এর পরের বলেই আব্দুর রাজ্জাককে আরিফুল হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মাশরাফি। হ্যাটট্রিকের বলটাতে মাশরাফির শিকার ছিলেন শফিউল ইসলাম। সাইফ হাসানের হাতে আটকা পড়েছিলেন এই ডানহাতি পেসার। আর ওভারের পঞ্চম বলে অগ্রণী ব্যাংকের শেষ ব্যাটসম্যান ফজলে রাব্বিকে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুনের গ্লাভসে পাঠিয়ে সাজঘরের রাস্তা দেখিয়েছেন ওয়ানডের বাংলাদেশ কাপ্তান।
ম্যাচে মাশরাফি আগেই ঝুলিতে পুরেছিলেন দুই উইকেট। শেষ ওভারের টানা চার উইকেটে সব মিলিয়ে নিয়েছেন ছয় উইকেট। এই নিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চতুর্থবার পাঁচ উইকেট শিকার করলেন নড়াইল এক্সপ্রেস।
ডিপিএলে ‘নড়াইল এক্সপ্রেস’ই এখন পর্যন্ত সেরা বোলার। আবাহনীর জার্সিতে এই আসরে মাঠে নেমে আট ম্যাচে মাশরাফি তুলে নিয়েছেন ২৫ উইকেট।