গোলশূন্য ড্রয়েও কোয়ার্টার ফাইনালে লিভারপুল
নয় বছর পর লিভারপুলের চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ ঘুচল। ২০০৯ সালের পর দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে।
অবশ্য পোর্তোর মাঠে প্রথম লেগ ৫-০ ব্যবধানে জেতায় পরের পর্বে খেলা লিভারপুলের জন্য অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তাই অনেকটা নিয়মরক্ষার ম্যাচে নিয়মিত একাদশ বাদেই মাঠে নামে লিভারপুল। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ সালাহও মাঠের বাইরে থাকেন।
ফলে পোর্তোর মতো কম শক্তিশালী দলের বিপক্ষেও গোলশূন্য থাকতে হয় লিভারপুলকে।
প্রথমার্ধ গোল করার চেয়ে দুদলই বল দখল করার লড়াইয়ে বেশি ব্যস্ত ছিল। দুদলের কেউই গোলমুখে বল নিয়ে যেতে পারেনি। তাই প্রথমার্ধ কাটে নিষ্প্রভ গোলশূন্যে।
দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে পোর্তোর শট দারুণ দক্ষতায় রুখে দেন লিভারপুলের গোলরক্ষক। ম্যাচের এমন পরিস্থিতিতে গোলখরা কাটাতে ৭৪ মিনিটে সাদিও মানের বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। তাতেও অবশ্য ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি।
ম্যাচের ৮৩ মিনিটে সালাহ যদিও দুর্দান্ত একটি শট নিয়েছিলেন, তবে সেটি গোলবারের বাইরে থেকে চলে যায়। প্রথমার্ধে একটা শটও গোলমুখে নিতে না পারলেও দ্বিতীয়ার্ধে পাঁচবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফিরমিনহো-সালাহরা। ফলে পোর্তোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
তাই দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় লিভারপুলের।