নিজের সেরাটা দিয়েই দলকে জেতালেন টেলর
দুই সেঞ্চুরিতে ইংল্যান্ড গড়েছে ৩৩৫ রানের পাহাড়সম ইনিংস। তাই বোধ হয় একটু স্বস্তির নিশ্বাসই ফেলছিল তারা। কিন্তু রস টেলরের ক্যারিয়ার-সেরা ইনিংসের দিনে ইংলিশদের এত বিশাল সংগ্রহ টপকে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দারুণ জয় তুলে নিয়েছে। তারা জিতেছে পাঁচ উইকেটে।
ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন টেলর। স্কোরকার্ডে জমা করেছেন ১৮১ রানের বড় ইনিংস। তাঁর এই নৈপুণ্যে দলও পেয়েছে অসাধারণ সাফল্য।
ডুনেডিনে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডানহাতি ব্যাটসম্যান জনি বেয়ারস্ট্রো ও জো রুটের শতকে ভর করে বেশ ভালো সংগ্রহ করে ইংল্যান্ড। বেয়ারস্ট্রো ১৩৮ ও রুট ১০২ রানের ইনিংস খেলেন। ওপেনার জেসন রয়ের ৪২ ছাড়া আর কেউই তেমন রান যোগ করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ২ রানে দুই উইকেটের পতন হলে বেশ চাপে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে টম লাথামকে সঙ্গে নিয়ে রস টেলর ইনিংস টেনে নিয়ে যান। টম লাথাম ৭১ রান করে যখন প্যাভিলিয়নের পথ ধরেন, তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৭৩ রান। পরের ব্যাটসম্যানরা সঙ্গ দিলে নিজের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টেলর। তিনি অপরাজিত থাকেন ১৮১ রানে। ফলে ৪৯.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় পায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোদি ৫৮ রানে ৪ উইকেট তুলে নেন। ম্যাচসেরা হন রস টেলর।