তিন নম্বর নিয়ে মাহমুদউল্লাহর ভাবনা
নিদাহাস ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। ব্যাটিং লাইনআপের তিন নম্বর জায়গাটা নিয়েই শেষ কয়েক সিরিজ আলোচনায় মুখর। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে ওয়ান ডাউনে নামবেন কে ব্যাট হাতে, সংবাদ সম্মেলনে সে প্রশ্ন উঠেছিল। অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চিত না করলেও জানিয়েছেন তিনজনের সম্ভাবনার কথা।
ত্রিদেশীয় সিরিজে ওয়ানডের ঘরের মাঠে সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল ওয়ান ডাউনে। যদিও টি-টোয়েন্টি দিয়েই দক্ষিণ আফ্রিকার মাঠে দলনায়ক তিনে নামার শুরুটা করেছিলেন। তিন নম্বরে বেশ সফলও ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
কিন্তু আঙুলের চোট নিয়মিত অধিনায়ককে ছিটকে দিলে সে জায়গাটায় এসেছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচটায় খারাপ করলেও প্রথম ম্যাচে দেখা পেয়েছিলেন ক্যারিয়ার-সেরা ইনিংসের। সাব্বির রহমান একটা সময় ২০ ওভারের ক্রিকেটে নিয়মিতই ছিলেন ওয়ান ডাউনে। যদিও বাজে ফর্মে প্রিয় ফরম্যাটের প্রিয় জায়গাটা হারাতে হয় মারকুটে এই ডানহাতি ব্যাটসম্যানকে।
লিটন দাস ত্রিদেশীয় সিরিজে প্রথমে দলে না থাকলেও সাকিবের বদলে ঢুকেছেন। আর প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টকে ফেলে দিয়েছেন ধাঁধায়। লিটনের ১৮ বলে ৪০ রানের সে ইনিংসে তিন নম্বরের জন্য প্রার্থী বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
প্রেমাদাসায় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলনায়ক মাহমুদউল্লাহ। ভারপ্রাপ্ত এই অধিনায়ক তিনে দেখা যাবে কাকে, এমন প্রশ্নের জবাবে সম্ভাবনা দেখালেন তিনজনেরই। মাহমুদউল্লাহ বলেন, ‘তিন নম্বর নিয়ে অনেক দিন ধরেই আমাদের বিবেচনাটা ঝুলে আছে। সাব্বির তিনে ভালো করছিল টি-টোয়েন্টিতে। তবে সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি। এটা যেকোনো ব্যাটসম্যানেরই এই সময় যায়। আমরা ওর পাশেই আছি। মুশফিক খেলেছে আগের সিরিজে। তিনে কে খেলছে, সেটা কালকেই দেখতে পাবেন। কারণ, লিটনও খুব ভালো ফর্মে আছে। প্রস্তুতি ম্যাচে ভালো করেছে।’
মাঠে ঠিক কোন একাদশটা নামবে ভারতের বিপক্ষে, সে নিয়ে এখনো ভাবনাতেই আছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। একাদশ নামানোর আগে প্রতিপক্ষকেও মাথায় রাখছেন অধিনায়ক, ‘আমাদের একাদশটা কেমন হবে, তা নিয়ে এখনো আমরা ভাবছি। বেশি ব্যাটসম্যান থাকবে, না বোলার বেশি থাকবে—এ নিয়েও চিন্তা করছি। প্রতিপক্ষের কথা বিবেচনা করেও আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। যদিও ওদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই এই সিরিজে নেই। তারপরও যারা এসেছে, তারা টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক বেশি অভিজ্ঞ। তাদের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে আমাদের জন্য বেটার। এ ছাড়া বাইরের কোনো বিষয় নিয়ে চিন্তা করা মনে হয় না আমাদের জন্য ঠিক হবে।’
নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবার অপেক্ষায় ভারতের মুখোমুখি হওয়ার। আজ বৃহস্পতিবার রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।