হেরেও কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/08/photo-1520492124.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এগিয়ে আছে ১৬ পয়েন্টের ব্যবধানে। আর ইউরোপ-সেরার লড়াই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে গার্দিওলার শিষ্যরা। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে এফসি বাসেলের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় দিয়েই কোয়ার্টার ফাইনাল অনেকখানি নিশ্চিত করে রেখেছিল ব্লুরা। দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ ব্যবধানে হেরে গেলেও তাই কোনো সমস্যা হয়নি ম্যানসিটির। হেরে গেলেও তারা পেয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকেট।
প্রথম লেগের ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগের ম্যাচে সিটি কোচ গার্দিওলা দ্বিতীয় সারির দল মাঠে নামিয়েছিলেন। ম্যাচ হেরে তার খেসারতও তাকে দিতে হয়েছে। তবে দ্বিতীয় সারির দলটিই অষ্টম মিনিটে এগিয়ে যায় সুইস ক্লাবটির বিপক্ষে। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তবে এগিয়ে থাকার আনন্দ তাদের বেশিক্ষণ থাকেনি। ম্যাচের ১৭ মিনিটে সিটিকে গোল পরিশোধ করেন মোহাম্মদ এলইউনুসি।
সমতাও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি গার্দিওলার দল। ম্যাচের ৭১ মিনিটে বাসেলের ডিফেন্ডার সুইস তারকা মাইকেল ল্যাং দলকে এগিয়ে নিয়ে যান। ফলে লিগের শীর্ষ দলের বিপক্ষে ১-২ ব্যবধানে জয় পায় বাসেল।
লিগ থেকে ছিটকে গেলেও শক্তিশালী ম্যানসিটির বিপক্ষে জিতেই আত্মতুষ্টিতে থাকতে হয় বাসেলকে। অন্যদিকে প্রথম লেগেই পরের রাউন্ড নিশ্চিত হওয়ার সুযোগে দ্বিতীয় সারির দলটাকেও একটু ঝালিয়ে নিলেন পেপ।